ব্রিটেন বিএনপিতে এম এ মালিকের বিকল্প নেই

রাকেশ রহমান:
ණ☛
বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি অবিছিন্ন নাম। বিএনপি সর্বদা গনতন্ত্রের পক্ষে ছিলো এবং আছে ও ভবির্ষতে থাকবে।
বাংলাদেশের গন্ডী পেরিয়ে বিএনপি বহিঃবিশ্বে প্রবাসীদের মাঝেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
বহিঃবিশ্বে তথা গনতন্ত্রের জম্ম দেওয়া দেশ ব্রিটেনে বিএনপির নেতৃত্বে আসতে হবে বিশেষ গুনের অধিকারী কাউকে।
ණ☛
আগামী ১৫ ই জানুয়ারী ২০১৮-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার কাউন্সিল।এখানে সভাপতি পদে তিন জন ও সাধারন সম্পাদক পদে চার জন প্রার্থী হয়েছেন ।
২২১ জন ভোটার রয়েছেন তাদের ভোটের মাধ্যমে বেরিয়ে আসবে আগামী দিনের যুক্তরাজ্য বিএনপির নতুন নেতৃত্ব।
ණ☛
যারা ভোট দিবেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে কাকে ভোট দিলে আগামী দিনে ব্রিটেনে জাতীয়তাবাদী দল বেগবান হবে।
এম এ মালিক জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রান। এম এ মালিক যার ভালোবাসায় আজ যুক্তরাজ্য বিএনপি শিক্ত।
ණ☛
এম এ মালিক যার নাম শুনলে অবৈদ্ধ সরকার ইউরোপে পা রাখতে কেপেঁ উঠে।
এম এ মালিক তার সময়ে আন্দোলনের সফলতায় সবাইকে ছাড়িয়ে এগিয়ে চলেছে।
সুতরাং যুক্তরাজ্যে বিএনপিকে শক্তিশালী রাখতে এম এ মালিকের বিকল্প নেই।
ණ☛
সুতরাং আশাকরি আগামী কাউন্সিলে সবার ভোটে আবারও সভাপতি নির্বাচিত হতে যাচ্ছে এম এ মালিক।
এম এ মালিক যার রাজনৈতিক জীবনের বহু ঘটনা রয়েছে যা লিখে শেষ করা যাবে না তবে নেতৃত্ব দিতে যা প্রয়োজন তা সবই তাঁর মাঝে রয়েছে।
রাকেশ রহমান (লেখক ও রাজনৈতিক )
লেখাটি ১৬২ বার পড়া হয়েছে
নিউজ অর্গান টোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।